ইউটিউব কিওয়ার্ড রিসার্চ | ইউটিউব এসইও করার নিয়ম ২০২৪

Written by Dorkari Seba

Published on:

ইউটিউব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আপনি কি জানতে চান? উত্তর যদি হয় হ্যা, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা জানবো ইউটিউব কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। কত ভিউতে কত টাকা এবং ইউটিউব এসইও সম্পর্কে। আরও জানবো ইউটিউব এসইও করার জনপ্রিয় টুলস সম্পর্কে।

কিওয়ার্ড রিসার্চ কি

কিওয়ার্ড হলো যে শব্দগুলো লিখে সাধারণত মানুষ ইউটিউবে সার্চ করে তার কাঙ্খিত রেজাল্ট পাই। এক কথায় বলতে গেলে আপনি একটি ওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করলেন এবং সে সম্বন্ধীয় ভিডিও আপনার সামনে আসলে সেটি হচ্ছে কিওয়ার্ড।

এখন আসি কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ হলো এমন এক প্রক্রিয়া। যার মাধ্যমে আপনি জানতে পারবেন মানুষ ইউটিউবে কোন বিষয়গুলো বেশি সার্চ করে থাকে।

অর্থাৎ মানুষ কোন বিষয় সম্পর্কে বেশি সার্চ করে থাকে সেই বিষয়ে একটি গবেষণা। আশা করছি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝে গেছেন।

ইউটিউব কিওয়ার্ড রিসার্চ

প্রথমে যদি আমরা বলি তাহলে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এবং ইউটিউব এসইও কিন্তু এক জিনিস নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে।

তবে একটি সাথে অন্যটি গভীরভাবে জড়িত। প্রথমত আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান সে বিষয়ের উপর সঠিক কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে।

এরপর আপনি ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে প্রচুর ভিউয়ারস পেতে পারেন ও বেশ মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন।

ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করার নিয়ম

ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি নানা রকমের ফ্রি ও কিওয়ার্ড রিসার্চ পেইড টুলস পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম কিছু ভালো টুলস আপনাদের সাথে শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ টুলসের মধ্যে রয়েছেঃ

  • 1. Ubarsuggest
  • 2. Soovle.com
  • 3. Keyword Every Where
  • 4. LSIGraph.com
  • 5. Ahrefs Keyword Research

Ubarsuggest Chrome Extension

Ubarsuggest Chrome Extension একটি জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস। এটি বাংলাদেশ সহ সকল দেশেই বেশ জনপ্রিয়। আপনি এটি ব্যাবহার করে খুব সহজেই ইউটিউব কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

Soovle Keyword Research Tools

Soovle Keyword Research Tools একটি ফ্রি জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুলস। যা ব্যাবহার সহজ। আপনি এটি ব্যাবহার করে বেশ উপকৃত হতে পারেন।

Keyword Every Where

Keyword Every Where কিওয়ার্ড রিসার্চ এর জন্য একটি জনপ্রিয় ক্রোম এক্সটেনশন। যা আপনি ফ্রিতেই ব্যাবহার করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

LSIGraph Keyword Research Tools

LSIGraph Keyword Research Tools আপনি এই কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যাবহার করেও বেশ ভালো ফলাফল পেতে পারেন। এটির ব্যাবহার খুবই সহজ। আবার এটি আপনারা বিনামূল্যে ব্যাবহারের সুযোগ তো পাচ্ছেনই।

Ahrefs Keyword Research

Ahrefs keyword Research আমার দেখা সর্বশ্রেষ্ঠ কিওয়ার্ড রিসার্চ টুলস। এটি সম্পুর্ন বিনামূল্যে ব্যাবহার করা যায়। আবার দৈনিক আনলিমিটেড ব্যাবহার উপযোগী। কোন প্রকার লিমিটেশন নেই।

ইউটিউব এসইও কি

এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি ইউটিউবে আপনার ভিডিও রেংক করানোর জন্য যে পদ্ধতি অনুসরণ করে থাকেন সেটই এসইও। সেটা হতে পারে কিওয়ার্ড রিসার্চ অথবা ট্যাগ বা টাইটেল। সেটা নির্ভর করে আপনার কনটেন্ট এর উপর।

ইউটিউব এসইও করার নিয়ম

ইউটিউব এসইও করার জন্য প্রথমত আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এর পর ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ দিতে হবে। এরপর এসইও ফ্রেন্ডলি একটি সুন্দর টাইটেল দিতে হবে। এরপর ভিডিও রিলেটেড একটি সুন্দর ডিসক্রিপশন লিখতে হবে। আপনি চাইলে অল্প কয়েকটা হ্যাশট্যাগ ব্যাবহার করতে পারেন তবে  বেশি ব্যবহার করা ঠিক নয়।

লম্বা ভিডিও তৈরী করা

আপনার ভিডিওর লেন্থ অবশ্যই লম্বা করবেন। তবে ভিডিওটি যেন তথ্যবহুল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যথাসাধ্য চেষ্টা করবেন ভিডিওটি হেল্পফুল ও তথ্যবহুল করার। তাহলে অবশ্যই ভিডিওটি রেংক করতে বাধ্য।

কিওয়ার্ড রিলেটেড টাইটেল

ভিডিওতে অবশ্যই কিওয়ার্ড রিলেটেড টাইটেল লিখতে হবে। কেননা আপনার ভিউয়ার্স টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করার পর তার মনমতো তথ্য না পেলে ভিডিওটি বাউন্স করবে। ভিডিওটি দেখবে না। এজন্য সেদিকে খেয়াল রাখতে হবে।

ডিসক্রিপশন লিখার নিয়ম

আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সে বিষয়েই ডিসক্রিপশন লিখবেন। কেননা আপনার ভিডিওর কেটাগরী এক আর আপনি ডিসক্রিপশন লিখলেন আরেক এরকম হলে ভিডিও রেংক তো করবেই না। বরং আপনি ভিউয়ার্স হারাবেন।

টপিক রিলেটেড ট্যাগে ব্যবহার

আপনার ভিডিওর টপিক রিলেটেড ট্যাগ ব্যাবহার করুন। তাহলে ভিডিওটি দ্রুত রেংক করবে।

আর্কষণীয় থাম্বেনেইল ব্যবহার

একটি ভিডিওর প্রধান প্রাণকেন্দ্র হলো ভিডিওর থাম্বনেইল। আপনার ভিডিওর থাম্বনেইল যত আকর্ষনীয় আপনার ভিডিওতে ভিউ ততই বেশি হবে। কেননা এক্ষেত্রে সিটিআর বেড়ে যায়।

ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়

ইউটিউব থেকে বিভিন্ন ভাবে আয় করা যায়। তথাপি পাঁচটি উপায় বলা হলোঃ

  • ১. চ্যানেল মনিটাইজ করে
  • ২. স্পন্সর এর মাধ্যমে
  • ৩. প্রোমিশন ভিডিওর মাধ্যম
  • ৪. প্রোডাক্ট বিক্রি করে
  • ৫. এফেলিয়েট করে

কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন মোবাইলে

আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এরপর আপনার একটি জিমেইল এড করে নিন ব্রাউজারে। এরপর ডেস্কটপ মোড চালু করে YouTube.Com এ যান।

এবার আপনি আপনার নতুন চ্যানেল ক্রিয়েট অপশনে ক্লিক করুন। এবার রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টেপ ফলো করে চ্যানেল খুলে ফেলুন। ব্যাস সিম্পল।

১ ভিউ কত টাকা

১ ভিউ কত টাকা এটা বলা মুশকিল। তবে এটি নির্ভর করে আপনার সিপিসি এর উপর। অর্থাৎ আপনার এডে ক্লিক প্রতি কত টাকা দিবে সে অনুযায়ী। আবার নির্দিষ্ট ভিউ প্রতিও আপনি টাকা পেতে পারেন তবে সেটা চ্যানেল ভেদে ভিন্ন।

ইউটিউব থেকে ১ মাসে কত টাকা আয় করা যাবে

ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার কনটেন্ট এর উপর। আপনি কি রিলেটেড কনটেন্ট দিচ্ছেন। কত ভিউ হলো ইত্যাদির উপর।

ইউটিউব চ্যানেল খুলতে কত টাকা লাগে

ইউটিউব চ্যানেল খুলতে মুলত কোন প্রকার টাকা লাগে না। আপনি ফ্রিতেই চ্যানেল খুলতে পারবেন তাও আবার খুব সহজেই ও অল্প সময়ের মধ্যে।

তো বন্ধুরা আজকের মত এই পর্যন্তই। আশা করছি পোস্টটি সবার ভালো লেগেছে ও উপকারে আসছে। তো ভালো থাকবেন সবাই দরকারি সেবা.কম এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

Dorkari Seba

সকল তথ্য লাইভ আপডেটের সাথে আমরা আছি আপনার সাথে। টেক টিপস, পড়াশোনা, লাইফ স্টাইল, সরকারি সেবা, স্বাস্থ্য টিপস এবং আরও অনেক কিছু জুড়ে আমাদের রিয়েল টাইম কভারেজ সম্পর্কে অবগত থাকুন। ২৪/৭ দিন সঠিক তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য উৎস সময় ব্লগ।

Related News

Leave a Comment