চোখ দিয়ে পানি পড়া ও চুলকানি ড্রপ সহ চোখ দিয়ে পানি পড়ে কেন জানুন

Written by Dorkari Seba

Updated on:

চোখ দিয়ে পানি পড়া এবং চুলকানি একটি অতীব সাধারণ বিষয় নয়। কেননা চোখ আমাদের অমূল্য সম্পদ, চোখ ছাড়া পৃথিবী অন্ধকার। এই চোখ ভালো থাকলে জীবন সুন্দর। কিন্তু চোখে সমস্যা দেখা দিলে জীবনে কঠিন পরিস্থিতি আসতে পারে। অনেকের চোখে হুট করেই পানি পড়া বা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আবার অনেকের চোখ দিয়ে পানি পড়লে ও চোখ চুলকালে বেশ চিন্তিত হয়ে পরেন। তাই আজকে আমরা জানবো চোখ দিয়ে পানি পরার কারণ, চোখ চুলকানো সহ এর প্রতিকার ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে।

চোখ দিয়ে পানি পড়া ও চুলকানির কারণ

চোখ দিয়ে অনেক কারনেই পানি পড়তে পারে ও চোখ চুলকাতে পারে। এখানে কিছু কারণ সম্পর্কে আলোচনা করা হল।

  • চোখের অ্যালার্জিঃ কিছু কিছু সময় আমাদের অজান্তেই অ্যালার্জির কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়তে পারে অথবা চোখ চুলকাতে পারে। এর অন্যতম কারণগুলোর মধ্যে চোখে ধুলাবালি লাগা, পশুর লোমের সংস্পর্শে আশা, ফুলের রেনুর ছোঁয়া লাগা সহ ইত্যাদি রয়েছে।
  • চোখের ইনফেকশনঃ অনেক ক্ষেত্রে দেখা যায় চোখের ইনফেকশন এর জন্য চোখ লাল বর্ণের হয়ে চোখ দিয়ে পানি পরছে ও চোখ চুলকাচ্ছে। এতে করে অসস্থি লাগতে পারে।
  • চোখের লেন্স ব্যাবহারঃ অনেকে আছেন যারা চোখে কন্টাক্ট লেন্স ব্যাবহার করে থাকেন। এই লেন্স ব্যাবহার হতে পারে চোখ দিয়ে পানি পড়া ও চোখ চুলকানোর অন্যতম কারণ।
  • দূষিত পরিবেশে অবস্থানঃ চোখ দিয়ে পানি পড়া ও চুলকানির অন্যতম কারণ হল দূষিত পরিবেশে অবস্থান করা।
চোখ দিয়ে পানি পড়া ও চুলকানি কেন হয়
চোখ দিয়ে পানি পড়া ও চুলকানি কেন হয়

চোখ দিয়ে পানি পড়া ও চুলকানির প্রতিকার

এখানে চোখ চুলকানো ও পানি পরার কিছু প্রতিকার দেওয়া হল।

  1. লেন্স ব্যাবহারে সাবধানতাঃ চোখে লেন্স পরার জন্য অনেক সময় চোখ চুলকাতে পারে ও চোখ দিয়ে পানি পড়তে পারে। তাই লেন্স নিয়মিত পরিষ্কার করলে এসব সমস্যা থেকে বাঁচা যায়।
  2. চোখের ড্রপ ব্যাবহার করাঃ চোখের ড্রপ ব্যাবহারে অ্যালার্জি সহ চোখ লাল হওয়া সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে কখনই পরিমানের চেয়ে বেশি ড্রপ ব্যাবহার করা যাবে না।
  3. পরিমিত রেস্ট করাঃ অনেক সময় পর্যাপ্ত বিশ্রাম এর অভাবে আমাদের চোখের এসব সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নিলে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকে।

চোখ দিয়ে পানি পড়ার ড্রপ এর নাম

চোখের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকমের চোখের ড্রপ রয়েছে। নিচে এগুলো সারিবদ্ধ ভাবে দেওয়া হল।

চোখের শুষ্কতার জন্য ড্রপঃ

  1. Carboxymethyl Cellulose (CMC)
  2. Hydroxy Propyl Methyl Cellulose (HPMC)
  3. HPMC + Glycerin
  4. Polyethylene Glycol + Propylene Glycol
  5. Sodium Hya

চোখের ভাইরাস এর জন্য ড্রপঃ

  • Ciprofloxacin
  • Ofloxacin
  • Gatifloxacin
  • Moxifloxacin
  • Tobramycin

চোখের অ্যালার্জির জন্য ড্রপঃ

  1. Olapatadine
  2. Sodium cromoglycate
  3. Bepotastine
  4. Ketorolac

চিকিৎসকের পরামর্শ গ্রহন

চোখের কোন প্রকার সমস্যা দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোন প্রকার ওষুধ বা ড্রপ ব্যাবহার করা উচিৎ নয়। দরকারি সেবা.কম এর পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।

Dorkari Seba

সকল তথ্য লাইভ আপডেটের সাথে আমরা আছি আপনার সাথে। টেক টিপস, পড়াশোনা, লাইফ স্টাইল, সরকারি সেবা, স্বাস্থ্য টিপস এবং আরও অনেক কিছু জুড়ে আমাদের রিয়েল টাইম কভারেজ সম্পর্কে অবগত থাকুন। ২৪/৭ দিন সঠিক তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য উৎস সময় ব্লগ।

Related News

Leave a Comment