ফেসবুক সদর দপ্তর কোথায় এবং ফেসবুক সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি কি জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে জানবো ফেসবুক সদর দপ্তর কোথায়। সাথে ফেসবুকের প্রতিষ্ঠাতা সহ ফেসবুক কত সালে আবিষ্কার হয় এটাও জানবো। আরও ফেসবুক সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।
ফেইসবুক সদর দপ্তর
আমরা কম বেশি সবাই সোশ্যাল নেটওয়ার্কের জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক ব্যাবহার করে থাকি। ফেসবুকের মাধ্যমে আমরা নিজেদের আবেগ ও অনুভূতি শেয়ার করে থাকি আমাদের বন্ধুদের সাথে। শুধু তাই না ফেসবুকের ম্যাসেন্জার এর মাধ্যমে আমরা চার্ট করতেও পারি।
ওগুলো তো শুধু বিনোদনমূলক বিষয় ছিল। এ পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমরা আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানের নানা বিজ্ঞাপন দিতে পারি ফেসবুকে।
ফেসবুক সম্পর্কে বিস্তারিত
আবার আমাদের নৃত্য প্রয়োজনীয় জিনিস পত্র ফেসবুকের ব্যাবসায়িক পেজ থেকে অর্ডার করতে পারি অনেক সহজেই।
এককথায় বলতে গেলে ফেসবুক ছাড়া আমাদের একটা মুহূর্তও থাকা সম্ভব নয়। কেননা এটি এমন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্লাটফর্ম যা আপনি নিশ্চয়ই এতোক্ষণে বুঝে গেছেন।
তো আমাদের সব মুহূর্তের এই বন্ধু ফেসবুক সম্পর্কে আমরা কি জানি? তাই আজকে আপনাদের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক সম্পর্কে বিস্তারিত তথ্য। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ফেসবুকের বাণিজ্যিক নাম কি?
আমরা অনেকেই জানি না জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের বানিজ্যিক নাম কী? আবার অনেকেই কিন্তু জানেন, সবার কথা বলছি না। জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের বাণিজ্যিক নাম হলো মেটা [Meta].
ফেসবুকের শেয়ারবাজার প্রতীক কি?
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের শেয়ারবাজার প্রতীক হলোঃ
- ন্যাসড্যাক: FB (ক্লাস এ)
- ন্যাসড্যাক: ১০০ কম্পনেন্ট
- এসএন্ডপি: ১০০ কম্পনেন্ট
- এসএন্ডপি: ৫০০ কম্পনেন্ট
ফেসবুকের আইএসআইএন [ISIN] নাম্বার কত?
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের আইএসআইএন [ISIN] নামবার হলো US30303M1027.
ফেসবুক আবিষ্কার করা হয় কত সালে?
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক প্রতিষ্ঠাকাল হলো ৪ জানুয়ারি ২০০৪ সাল। এটি আবিষ্কার করা হয় কেমব্রিজ, ম্যাসাচুসেটসে। আজ থেকে ২০ বছর আগে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ সহ আরও অনেকে। ফেসবুকের প্রতিষ্ঠাতাগণ হলোঃ
- মার্ক জাকারবার্গ
- এডুয়ার্ডো স্যাভেরিন
- এন্ড্রু ম্যাককলাম
- ডাস্টিন মস্কোভিটজ
- ক্রিস হিউজ
ফেসবুক সদর দপ্তর কোথায়
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের সদরদপ্তর হলো মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। আশা করি বুঝতে পেরেছেন।
ফেসবুকের কোন দায়িত্বে কে আছেন?
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের কোন কোন পদে কে আছেন তা হলেনঃ
- মার্ক জাকারবার্গ (সিইও)
- শেরিল স্যান্ডবার্গ (সিওও)
- ডেভিড ওয়েহনার (সিএফও)
- মাইক শ্রোফফার (সিটিও)
- ক্রিস কক্স (সিপিও)
মেটার [Meta] প্লাটফর্মসমূহ
- ফেসবুক
- ইন্সটাগ্রাম
- মেসেঞ্জার
- হোয়াটসঅ্যাপ
- অকুলাস
- ম্যাপিলারি
- ওয়ার্কপ্লেস
- পোর্টাল
- ডিয়েম
ফেসবুকের বিভাগসমূহ
জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুকের অধীনস্থ ল্যাবস এর নাম হলো ফেসবুক রিয়েলিটি ল্যাবস। ফেসবুকের অধীনস্থ প্রতিষ্ঠানের নাম হলো নোভা ফাইন্যান্সিয়াল।
পরিশেষে
আজকের পোস্টটি এই পর্যন্তই। আশা করছি আজকের পোস্টটি সবার ভালো লেগেছে ও উপকারে আসছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাইট ভিজিট করুন। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।