মুলতানি মাটির দাম, মুলতানি মাটির উপকারিতা ও মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যই হলো আজকের আর্টিকেলের বিষয়বস্তু। মুলতানি মাটি এমন এক প্রকার মাটি যা দিয়ে রুপচর্চা থেকে শুরু করে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণ দূর করা, ত্বকের ব্যাকটেরিয়া দূর করা ও ত্বককে কোমল সুন্দর করতে ব্যবহার করা হয়। এই মাটি পাকিস্তানের শহর মুলতানে পাওয়া যায় বলে এই মাটির নাম দেওয়া হয়েছে মুলতানি মাটি। মানুষ আদিকাল থেকেই মুলতানি মাটি দিয়ে রুপচর্চা সহ ত্বকের যাবতীয় ব্যবহারে মুলতানি মাটি ব্যবহার করে আসছে।
মুলতানি মাটি সর্বপ্রথম ১৮০০ শতাব্দীতে পাকিস্তানের শহর মুলতানে খুঁজে পাওয়া যায়। সেই থেকেই রুপচর্চা সহ যাবতীয় কাজে মুলতানি মাটি জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে আধুনিক যুগে আসার পরও মানুষ মুলতানি মাটির ব্যবহার ছাড়েনি। আধুনিক যুগের অত্যাধুনিক ফাউন্ডেশন, মেকাপ, ক্রিম ইত্যাদি থাকার পরও মানুষ মুলতানি মাটির প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করে। তাই দিন যতই যাচ্ছে ততই মুলতানি মাটির চাহিদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
মুলতানি মাটির দাম
১ প্যাকেট মুলতানি মাটির দাম ৫০ টাকা হতে শুরু করে ১০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে প্যাকেট সাইজ অনুযায়ী কখনো কখনো মুলতানি মাটির দাম ৩০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে হয়ে থাকে। মুলতানি মাটি ক্রয় করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো বর্তমানে যেমন আসল প্রোডাক্ট পাওয়া দুরূহ ব্যাপার তেমনই নকল প্রোডাক্টের ছড়াছড়ি।
তাই আপনার উচিৎ হবে ভালো করে দেখে শুনে পরিক্ষা করে মুলতানি মাটি ক্রয় করা। আর একটা বিষয় হলো স্থান, সময় ও দোকান ভেদে মুলতানি মাটির দাম ভিন্ন ভিন্ন হতে পারে।
মুলতানি মাটির ছবি
আপনারা যারা মুলতানি মাটি চিনেন না তাদের জন্য মুলতানি মাটির কয়েকটা ছবি দেওয়া হলো যেন আপনারা মুলতানি মাটি চিনতে পারেন।
মুলতানি মাটি কোথায় পাওয়া যাবে
পাকিস্তানে মুলতান শহররেই মুলতানি মাটির উৎপত্তিস্থল এবং ঘাটি। আপনি যদি মুলতানি মাটি কিনতে চান তাহলে আপনার নিকটস্থ শহরের শপগুলোয় খোঁজ নিতে পারেন। আবার অনলাইন থেকে অর্ডার করেও আপনি সহজেই মুলতানি মাটি সংগ্রহ করতে পারেন।
মুলতানি মাটির উপকারিতা
মুলতানি মাটি দিয়ে রুপচর্চা করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সহ ত্বকের ব্রণ দূর করা সম্ভব। তবে আপনাকে অবশ্যই মুলতানি মাটির ব্যবহারের সঠিক নিয়ম অনুসরণ করে ব্যবহার করতে হবে। তো চলুন মুলতানি মাটির কিছু উপকারীতা জেনে নিই-
- মুলতানি মাটি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে।
- মুলতানি মাটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
- মুলতানি মাটিতে বিদ্যমান লুমিনিয়াম ও সিলিকেট আপনার ত্বকের গুনগত মান বৃদ্ধি করে।
- মুলতানি মাটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
- মুলতানি মাটি ব্রণ দূর করতে সহায়তা করে।
- মুলতানি মাটি ব্রণের দাগ দূর করতে সহায়তা করে।
- মুলতানি মাটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বককে রক্ষা করে।
- মুলতানি মাটি ত্বককে টান টান রাখতে সাহায্য করে।
মুলতানি মাটি ব্যবহারের নিয়ম
দৈনিক রাতে ঘুমানোর ঠিক পূর্বে মুলতানি মাটির প্রলেপ আপনার মুখের সকল অংশে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে আপনার মুখমণ্ডল পরিষ্কার করার পর যদি দেখেন উজ্জ্বলতা দেখা যাচ্ছে তাহলে দৈনিক কন্টিনিউ করুন। আপনি দু একদিনে ফলাফল পাবেন না।
নিয়মিত মুলতানি মাটি ব্যবহার করলে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির যে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। তবে এ মুলতানি মাটি ব্যবহারে কোনপ্রকার ক্ষতি নেই তাই আপনি ইচ্ছা মত ব্যবহার করতে পারেন। তবে সঠিক নিয়ম অনুসরণ করলে দ্রুত ফলাফল পাবেন আশা করছি।
মুলতানি মাটির ফেসপ্যাক
মুলতানি মাটির দিয়ে বেশ কয়েকপ্রকার ফেসপ্যাক তৈরি করা যায়। এর কয়েকটি প্রধান প্রধান পয়েন্ট আলোচনা করা হলো-
- একটি লেবু থেকে রস বের করে সেই রস মুলতানি মাটির সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।
- ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ নিয়ে মুলতানি মাটির সাথে মিশিয়ে একটি মিক্স তৈরি করুন। এবার এই মিক্স ফেসপ্যাকটি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন এতে আপনার ত্বকের কালচে ভাব ও ব্রণের দাগসহ সকল দাগ দূর হয়ে যাবে।
- বাদাম ও দুধ মিক্সিং করে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা রক্ষা করে ত্বকের মসৃণতা বৃদ্ধি করবে।
- পুদিনা পাতা বেঁটে মুলতানি মাটির সাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারবেন। যা ব্যবহারে আপনার ত্বক ঠান্ডা থাকবে এবং ডেমেজ হবে না।
- টমেটো ও দই মিক্সিং করে একটি প্যাক তৈরি করুন এবং এতে মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক ব্যবহারে আপনার ত্বকের কলকাঠিন্যের সমস্যার সমাধান হয়ে যাবে। এটি আপনি যদি আপনার গায়ে লাগান তাহলে আপনার গায়ের রং ফর্সা ও উজ্জ্বল হবে।
- মুলতানি মাটির সাথে চন্দন দিয়ে মিক্সিং করে একটি ফেসপ্যাক বানালে ও ব্যবহার করলে এই প্যাক আপনার ত্বকের জ্বালাপোড়া সমস্যার সমাধান করবে।
মুলতানি মাটি ও গোলাপ জলের ব্যবহার
আমাদের মুখের ত্বকে ব্রণ হলে দেখতে খুবই খারাপ দেখায়। কিশোর ছেলে/মেয়ে থেকে শুরু করে মধ্যবয়সী নারী/পুরুষ সবাই প্রায় এই সমস্যায় ভুগছে। তবে এই একটি প্রাকৃতিক সমাধান আছে আর তা হলো গোলাপজল ও মুলতানি মাটির ফেসপ্যাক। এটা অল্প সময়ের মধ্যে আপনার মুখের ত্বকের ব্রণ দূর করে ত্বককে করবে উজ্জ্বল ও ফর্সা।
গোলাপজল এবং মুলতানি মাটির সমন্বয়ে তৈরি প্যাক আপনার ত্বকের তৈলাক্ত অবস্থা থেকে আপনাকে মুক্তি দিবে। এই প্যাক ত্বকের পিএইচ এর কার্যাবলী সমন্বয় করে ফলে ত্বকের তৈলাক্ত সমস্যার সমাধান হয়ে যায়।
উপকরণঃ
- ১/৪ অথবা ১/৫ কাপ পরিমাণ মুলতানি মাটি।
- ২ টেবিল চামচ পরিমাণ গোলাপজল।
প্রণালীঃ
- গোলাপজল এবং মুলতানি মাটি একসাথে মিক্সিং করে পেস্ট তৈরি করে নিন যেন পেস্ট একদম মিহি হয়।
- এই প্যাক আপনার মুখে ও ঘাড়ে সুন্দর করে প্রলেপ দিয়ে লাগিয়ে নিন।
- শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
- শুকিয়ে গেলে ধুয়ে নিন।
- প্রতি সপ্তাহে নূনতম কমকরে ৩ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
মুলতানি মাটির দাম FAQs
মুলতানি মাটির দাম কত?
প্রতি প্যাকেট মুলতানি মাটির মূল্য ৫০ টাকা হতে ১০০ টাকার মত। কখনো কখনো প্যাকেট, স্থান, সময় ভেদে মূল্য ৫০০ টাকা থেকে ৬০০ টাকার মত লাগতে পারে। তবে দামের তারতম্য হতে পারে স্থান বা সময় ভেদে।
সর্বপ্রথম কোথায় মুলতানি মাটি পাওয়া যায়
মুলতানি মাটি সর্বপ্রথম ১৮০০ শতাব্দীতে পাকিস্তানের শহর মুলতানে খুঁজে পাওয়া যায়। এই মাটি পাকিস্তানের শহর মুলতানে পাওয়া যায় বলে এই মাটির নাম দেওয়া হয়েছে মুলতানি মাটি।
পরিশেষে
মুলতানি মাটির দাম, মুলতানি মাটির ছবি, মুলতানি মাটির উপকারিতা সহ মুলতানি মাটি ব্যবহারের নিয়ম সম্পর্কে আজকের পোস্টটিতে আলোচনা করা হয়েছে। আশা করছি আজকের পোস্টটির মাধ্যমে আপনারা সবাই উপকৃত হয়েছেন।
আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আপডেট পেতে দৈনিক নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন। সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।