মেছতা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্যই হলো আজকের আর্টিকেলের বিষয়বস্তু। কিছু কিছু মানুষের মুখের ত্বকে, ঘাড়ে অথবা পিঠে বাদামি রঙের ছোপ দাগ দেখা। এই দাগগুলোই মূলত মেছতা। এই মেছতা হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো প্রচন্ড রৌদ্রে যাওয়া ও ঠিকমতো ত্বকের প্রতি যত্নশীল না হওয়া। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে পুরাতন ব্রণের দাগের থেকে সৃষ্টি হয় মেছতা। মেছতার কারণে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। ফলে দেখতে খারাপ দেখায় তাই অনেকে মেছতার কারণে জনসম্মুখে যেতে লজ্জাবোধ করেন।
তবে আপনি চাইলে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে মেছতার দাগ দূর করতে পারবেন খুব সহজেই। মেছতার দাগ দূর করার বেশ কিছু চমকপ্রদ উপায় ও কৌশল নিচে বিস্তারিত তথ্য আকারে দেওয়া হলো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পোস্টের টপিক মেছতা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নিই।
মেছতা কি?
মেছতা হলো ত্বকে উপস্থিত ছোট বা মাঝারি আকৃতির বাদামি বা কালো রঙের ছোপ দাগ যা ঘাড়ে, হাতের বাহুতে, পিঠে অথবা মুখের ত্বকে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত সূর্যকিরণ ও ত্বকের অযত্নের কারণে মেছতার দাগ হতে পারে। আবার কখনো কখনো ব্রণের দাগ থেকে সৃষ্টি হতে পারে মেছতা।
মেছতার দাগ কেন হয়
সূর্যে উপস্থিত একপ্রকার আল্ট্রা ভায়োলেট রশ্মি আমাদের শরীরের অনেকাংশে মেলানিন নামক হরমোনের মাত্রা বৃদ্ধি করে দেয়। ফলে শরীরের মেলানিন হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে ত্বকের কোন কোন স্থানে দাগ হয়ে তা গাড় আকার ধারণ করে। এটিই মূলত পরবর্তীতে মেছাতায় পরিণত হয়।
মেছতার দাগ চিকিৎসার মাধ্যমে পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার ত্বকের মেছতা দূর করতে পারবেন ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন। তবে আপনার ত্বকের মেছতা সম্পূর্ণ দূর হওয়ার জন্য সময়ের প্রয়োজন হবে তাই আপনি নিয়মিত টিপস গুলো অনুসরণ করবেন। তো চলুন জেনে নিই কিভাবে আপনার ত্বকের মেছতা চিরতরে দূর করবেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে।
মেছতা দূর করার উপায়
মেছতা দূর করার প্রধান কিছু উপায় গুলোর মধ্যে অন্যতম উপায় হলো-
- অ্যাপেল সাইডার ভিনেগার প্যাক ব্যবহার করা।
- অ্যালোভেরা ব্যবহার করা।
- কলার খোসা ব্যবহার করা।
- আমন্ড অয়েল ব্যবহার করা।
- লেবুর রস ব্যবহার করা।
- টমেটোর রস ব্যবহার করা।
- টক দই ব্যবহার করা।
- পেঁয়াজের রস ব্যবহার করা।
মেছতা দূর করার ঘরোয়া উপায়
১. অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার
- প্রথমে এক চা চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার নিয়ে নিন।
- এবার এক চা চামচ খাঁটি মধু নিন।
- এবার আপেল সিডার ভিনেগার এবং মধু ভালোভাবে মিক্সিং করে নিন।
- এবার মিশ্রণটি ভালো করে মেছতার দাগের অংশের উপরে লাগিয়ে মাসাজ করতে থাকুন কিছুক্ষণ।
- ১৭ থেকে ২২ মিনিট হয়ে গেলে আপনার মেছতার দাগের অংশটি ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিন।
- এবার আপনি চাইলে হালকা কুসুম গরম পানিতে আপনার মেছতার দাগের অংশটি ভালোভাবে ধুয়ে নিতে পারেন।
আপনি চাইলে এই প্যাকটি নিয়মিত প্রতিদিন ব্যবহার করতে পারেন কোন সমস্যা ছাড়াই। তবে মুখের ত্বকের সকল অংশে লাগানোর ক্ষেত্রে অবশ্যই একদিন পর পর লাগাবেন এতে আপনার ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পাবে।
২. অ্যালোভেরার ব্যবহার
- প্রথমেই অ্যালোভেরার পাতা নিন এবং তা থেকে ভালো করে রস বের করে আলাদা করে নিন।
- এবার অ্যালোভেরা পাতা থেকে বের হওয়া এই জেল বা রস ভালোভাবে মনোযোগ দিয়ে মেছতার দাগের অংশে লাগিয়ে মাসাজ করতে থাকুন কিছুক্ষণ।
- এবার ২০ থেকে ২২ মিনিট পরে স্থানটি সুন্দর করে ধুয়ে নিন যেন কোন তৈলাক্ত ভাব না থাকে।
- রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মেছতার দাগের অংশে এই রস বা জেল লাগিয়ে সারারাত রেখে দিতে পারেন এতে কোন সমস্যা হবে না বরং উপকার হবে।
অ্যালোভেরার রস বা জেল সাধারণত ত্বকের ডার্ক সেলের ডিপিগমেন্টেশন করার মাধ্যমে এই কঠিনতম দাগ খুব সহজেই দূর করতে পারে। তাই আমাদের উচিৎ অ্যালোভেরার জেলের ব্যবহার বৃদ্ধি করা। এতে আমাদের ত্বকের মেছতা দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৩. কলার খোসার ব্যবহার
- প্রথমে একটি কলা থেকে কলার খোসা ছাড়িয়ে নিন।
- এবার খোসার ভেতরের দিকটা নিয়ে মেছতার দাগ অংশে ৫ থেকে ৭ মিনিট সুন্দর করে ঘষতে থাকুন আলতোভাবে।
- এরপর ত্বকের বাইরের অংশ শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
- শুকিয়ে গেলে ভালো করে পানি ব্যবহার করে উক্ত যায়গা সুন্দরমতো ধুয়ে ফেলুন।
আপনার ত্বকের মেছতা দূর করার জন্য কলার খোসা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যা ব্যবহারে আপনার ত্বকের মেছতা দূর তো হবেই সাথে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৪. আমন্ড অয়েলের ব্যবহার
- প্রথমে পরিমাণ মতো আমন্ড অয়েল নিন।
- এবার আমন্ড অয়েল কে গরম করে নিন।
- এবার চার পাঁচ ফোটা আমন্ড অয়েল আঙ্গুলে লাগিয়ে নিয়ে মেছতার দাগ অংশে ৬ থেকে ৭ মিনিট মাসাজ করতে থাকুন।
- ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে ত্বক থেকে আমন্ড অয়েল পরিষ্কার করে ফেলুন।
আমন্ড অয়েল যে শুধু আপনার ত্বকের মেছতা দূর করবে তা কিন্তু নয়, সাথে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তাই নিয়মিত এটি ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন আশা করছি।
৫. লেবুর রসের ব্যবহার
- প্রথমে একটি লেবু থেকে সুন্দর করে সম্পূর্ণ রস ভালোভাবে বের করে নিন।
- এবার খানিকটা পরিমাণমতো মধু নিন।
- এবার লেবুর রস ও মধু ভালোভাবে মিক্সিং করে পাতলা প্যাক তৈরি করে নিন।
- এবার লেবু মধুর মিক্সিং প্যাক ভালোভাবে মেছতার দাগ অংশে লাগিয়ে মাসাজ করুন।
- ১৫ থেকে ১৬ মিনিট পরে মুখের ত্বক সুন্দর করে পরিষ্কার করে ফেলুন দ্রুত।
মেছতার দাগ দূরীকরণে লেবু ও মধুর প্যাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমাদের যাদের মেছতার দাগ আছে তারা এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন আশা করছি। এটি মেছতার দাগ দূরীকরণের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূলত।
৬. টমেটোর রসের ব্যবহার
- সর্বপ্রথম একটি মাঝারি আকৃতির টমেটো নিন এবং সম্পূর্ণ টমেটো থেকে রস বের করে নিন।
- এবার এই টমেটোর রস সুন্দর করে মেছতার দাগ অংশে লাগিয়ে মাসাজ করতে থাকুন।
- এবার ১৭ থেকে ১৮ মিনিট পর আপনার মুখমণ্ডল ধৌত করে নিন।
আপনি প্রয়োজনে এই পদ্ধতি অনুসরণ করে দৈনিক মেছতার দাগ অংশে ব্যবহার করতে পারেন এতে যেমন মেছতার দাগ দূর হবে তেমনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৭. টক দই এর ব্যবহার
- সর্বপ্রথম একটি বাটতে ১ টেবিল চামচের মত টক দই নিয়ে নিন।
- এরপর সেই বাটিতে ১ চা চামচ মধু মিক্সিং করুন যেন দুই উপাদান ভালোভাবে মিক্সিং হয়।
- এবার এই মিক্সিং করা প্যাক আপনার মেছতার দাগ অংশে লাগিয়ে নিন সুন্দর করে।
- এবার ১২ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিন।
আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণ করে দৈনিক এই প্যাক ব্যবহার করতে পারেন এতে কোন ক্ষতি তো নেই তবে মেছতার দাগ দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. পেঁয়াজের রসের ব্যবহার
- সর্বপ্রথম একটি পেঁয়াজের থেকে রস বের করে নিন।
- এবার উক্ত পেঁয়াজের রসের মধ্যে ১ চা চামচ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে মিক্সিং করে নিন ভালোভাবে।
- এবার মিক্সিং করা প্যাকটি আপনার মেছতার দাগ অংশে লাগিয়ে নিন।
- এবার ৫ মিনিট পর পানি দিয়ে ত্বক সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিন যেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়।
এই প্যাক ব্যবহার করার ফলে আপনার ত্বকের মেছতা দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কাজ করবে যা আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।
মেছতা দূর করার নিয়ম
- সম্ভব হলে অসহনীয় রৌদ্রে যাওয়া যাবে না।
- প্রয়োজনে ও ত্বকের নিরাপত্তায় সানস্ক্রিন ব্যবহার করার বিকল্প নেই।
- সর্বদা নিজের ত্বক ঠান্ডা রাখার জন্য চেষ্টা করতে হবে যেন ত্বকের ডেমেজ না হয়।
- নিজের ত্বকের প্রতি যত্নশীল হতে হবে।
মেছতা দূর করার ক্রিম এর নাম
- MELASMA – মেলাসমা
- MelaCare – মেলাকেয়ার
- Betavet N – বেটাভেট এন
- Hydroo – হাইড্রো
আজকের আলোচিত বিষয়সমূহ আপনি মেনে চললে আপনার ত্বকের মেছতা দূর হতে বেশি সময় লাগবে না আশা করছি। এই আলোচিত বিষয়সমূহ অনুসরণ করে আপনার ত্বকের যত্ন নিলে আপনার ত্বক অল্প দিনেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
পরিশেষে
মেছতা দূর করার উপায় নিয়ে আজকের পোস্টটির আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন আশা করছি। মেছতার দাগ দূর করা সহ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় সম্পর্কেও কথা বলেছি এই পোস্টে। এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মত এই পর্যন্তই সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
1 thought on “মেছতা দূর করার উপায় ও মেছতা দূর করার ক্রিম”