রিয়েলমি c11 মোবাইল এর দাম কত বাংলাদেশে ২০২৪

Written by Dorkari Seba

Published on:

রিয়েলমি c11 মোবাইল এর দাম কত এই সম্পর্কে আমরা জানতে চলেছি আজকের পোস্টে। হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভাল আছো । তোমাদের সবাইকে দরকারি সেবা.কম ওয়েবসাইটের পক্ষ থেকে স্বাগতম । আজকের এই নতুন আর্টিকেলে আমরা তোমাদের সাথে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল নিয়ে আলোচনা করব । বাংলাদেশে বর্তমান রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে । এই আর্টিকেলে আমরা রিয়েলমি ব্র্যান্ডের একটি জনপ্রিয় মডেল রিয়েলমি c11 এর সঠিক দাম এবং এই মোবাইলের বিভিন্ন তথ্য তোমাদের সাথে শেয়ার করব । নিচে রিয়েলমি c11 এর দাম এবং বিভিন্ন তথ্য দেওয়া হলোঃ

রিয়েলমি c11 সম্পূর্ণ স্পেসিফিকেশন

  • রিয়েলমি c11 মোবাইলটি প্রকাশিত হয়েছে 07/07/2020 সালে ।
  • রিয়েলমি c11 মোবাইলের রং মিন্ট গ্রিন, পিপার গ্রে ।
  • রিয়েলমি c11 মোবাইলে নেটওয়ার্ক থাকবে : 2G, 3G, 4G ।
  • রিয়েলমি c11 মোবাইলের সিম হবে: ডুয়াল ন্যানো সিম ।

ক্যামেরা

রিয়েলমি c11 মোবাইলের পিছনের ক্যামেরায় থাকবে ডুয়াল 13+2 মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি (1080p) হবে ।

রিয়েলমি c11 মোবাইলের সেলফি ক্যামেরায় থাকবে 5 মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি (1080p) হবে।

ডিসপ্লে

রিয়েলমি c11 মোবাইলে 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে  এবং রেজোলিউশন এইচডি + 720 x 1560 পিক্সেল (270 ppi)।

ব্যাটারি

রিয়েলমি c11 মোবাইলে ব্যাটারি থাকবে লিথিয়াম-পলিমার 5000 mAh  (অ অপসারণযোগ্য) এবং 10 ওয়াট দ্রুত চার্জিং।

কর্মক্ষমতা

রিয়েলমি c11 মোবাইলের অক্টা কোর থাকবে 2.3 GHz পর্যন্ত  এবং  জিপিইউ থাকবে PowerVR GE8320 । এছাড়া এই মোবাইলটিতে চিপসেট থাকবে মিডিয়াটেক হেলিও G35 (12 nm) এবং অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড 10 (রিয়েলমি UI 1.0)।

স্টোরেজ

রিয়েলমি c11 মোবাইলে RAM থাকবে 2 জিবি এবং ROM থাকবে 32 জিবি ।

নিরাপত্তা

রিয়েলমি c11 মোবাইলে নিরাপত্তার জন্য ফেস আনলক, আঙ্গুলের ছাপ, প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ড থাকবে।

রিয়েলমি c11 মোবাইল দাম কত | Realme C11 Price in Bangladesh

বাংলাদেশে বর্তমান রিয়েলমি c11 মোবাইলের সরকারী দাম  2 জিবি RAM ও 32 জিবি ROM (8,990 টাকা) ।

বন্ধুরা তোমাদের মোবাইল ফোন কেনার বাজেট যদি 8,990 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা তোমাদেরকে বলবো তোমরা রিয়েলমি c11 মোবাইলটি কিনতে পারো । কারণ এই মোবাইলটি ব্যবহারকারীদের জন্য খুবই সুন্দর সার্ভিস প্রদান করে ।

রিয়েলমি c11 মোবাইলের ভালো দিক গুলো

  1. ব্যাটারি 5000 mAh (10 ওয়ার্ড দ্রুত চার্জিং)
  2. চমৎকার ডিজাইন, 6.5 ইঞ্চি বড় এইচডি+ ডিসপ্লে
  3. নিরাপত্তার জন্য সকল প্রকার লক আছে
  4. মিডিয়াটেক হেলিও G35 চিপসেটের সাথে দারুণ পারফরম্যান্স
  5. অ্যান্ড্রয়েড 10

রিয়েলমি c11 মোবাইলের খারাপ দিক গুলো

  • RAM 2 জিবি এবং ROM 32 জিবি
  • ইউএসবি টাইপ-সি নেই
  • প্লাস্টিকের বডি
  • ডিসপ্লে সুরক্ষা নেই

শেষ কথা

বন্ধুরা উপরে আমরা তোমাদের সাথে রিয়েলমি c11 এর সঠিক দাম এবং বিভিন্ন তথ্য শেয়ার করেছি । আমরা আশা করি তোমরা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছো এবং রিয়েলমি c11 এর সঠিক দাম জানতে পেরেছো । তবে এই মোবাইলের দাম যেকোনো সময় কমতে বা বাড়তে পারে । তাই এই মোবাইলের আপডেট দাম জানতে রিয়েলমি c11 মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন । আর বন্ধুরা তোমাদের যদি এই আর্টিকেলটি উপকারে আসে তাহলে আর্টিকেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ।

Dorkari Seba

সকল তথ্য লাইভ আপডেটের সাথে আমরা আছি আপনার সাথে। টেক টিপস, পড়াশোনা, লাইফ স্টাইল, সরকারি সেবা, স্বাস্থ্য টিপস এবং আরও অনেক কিছু জুড়ে আমাদের রিয়েল টাইম কভারেজ সম্পর্কে অবগত থাকুন। ২৪/৭ দিন সঠিক তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য উৎস সময় ব্লগ।

Related News

1 thought on “রিয়েলমি c11 মোবাইল এর দাম কত বাংলাদেশে ২০২৪”

Leave a Comment