স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ও ৭ দিনে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ২০২৪

Written by Dorkari Seba

Published on:

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্যই আজকের পোস্টের বিষয়বস্তু। বর্তমান সময়ে ফর্সা হতে চান না এমন নারী খুজে পাওয়া সত্যিই কঠিন ব্যাপার। তাই তারা ফর্সা হওয়ার জন্য ফর্সা হওয়ার উপায় খুজে থাকেন। অধিকাংশ নারীরাই ফর্সা হওয়ার জন্য একটি উন্নতমানের ভালো কোয়ালিটির ফর্সা হওয়ার ক্রিম খুজে থাকেন।

এর মধ্যে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ও রয়েছে। এই অনেক ক্রিমের মধ্যে আসলে কোন ক্রিমটা ভালো এবং কোন ক্রিমটা ক্রয় করা উচিৎ এটা তারা বুঝতে পারেন না। কেউ কেউ তো আবার ভুল করে নিম্নমানের ক্রিম ক্রয় করে সেই ক্রিম ব্যবহার করে ত্বকের নানান সমস্যার তৈরি করে থাকে। কিছু কিছু ক্রিম নির্মাতা সুনামধন্য কোম্পানি বেশ ভালো ভালো কোয়ালিটির ক্রিম তৈরি করে থাকে যা ব্যবহারে স্থায়ী ও দ্রুত ফর্সা হওয়া যায়।

অতিরিক্ত পরিশ্রম, অধিত তাপমাত্রার রৌদ্রময় পরিবেশ যাওয়া, অতিরিক্ত টেনশন করা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা ইত্যাদির জন্য আজকাল অনেকের ত্বকের উজ্জ্বলতা ও মাধুর্যতা নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় সিংহভাগ নারী কর্মে সচেতন বলে আগের যুগের মত অতটা রূপচর্চা করার সময় পান না। কিন্তু বর্তমান সময়ের আধুনিক যুগে নারীরা চাইলেই খুব সহজেই ত্বক ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার মাধ্যমে স্থায়ীভাবে ফর্সা হতে পারেন।

নারীদের সাথে সৌন্দর্যের একটি গভীর সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরে। বলা হয়ে থাকে সৌন্দর্য হলো নারীদের গয়না। তাই নারীরা তাদের নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যুগ যুগ ধরে বাহারি রকমের প্রসাধনী ব্যবহার করে আসছে পর্যায়ক্রমিক ভাবে।

৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম

অন্যদের তুলনায় নিজেকে সুন্দরী হিসেবে তৈরি করার জন্য নারীরা একে অপরের সাথে একপ্রকার প্রতিযোগীতা করেই রূপচর্চা করে থাকেন। তারা কোনভাবেই মানতে চান না যে তাদের রূপচর্চায় কোন কমতি থাকুক। ফলে তারা বাজারে নানান রকমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকেন নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য।

তবে এমনও অনেকেই আছেন যারা ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে অতি দ্রুত ফর্সা হতে চান। কিন্তু এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত কেননা যা খুব সহজে পাওয়া যায় তা আবার খুব সহজেই চলে যায়। তাই আমাদের উচিৎ আস্তে আস্তে ফর্সা হওয়া সেটা আবার ভালো ক্রিম ব্যবহারের মাধ্যমে।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ও ৭ দিনে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ও ৭ দিনে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

  • ওয়াও ফেয়ারনেস ক্রিম – Wow Fairness Cream.
  • হিমালয়া হারবাল ক্লিয়ার কমপ্লেক্সন – Himalaya Herbal Clear Complexion.
  • ওলি হোয়াইট রেসিডেন্স – OLAY White Residence.
  • ০৩+ হোয়াইটেনিং ক্রিম – O3+ Whitening Cream.
  • এস.টি বোটানিকা পিওর রেডিয়েন্স ফেস ক্রিম – St.Botanica Pure Radiance Face Cream.
  • প্লাম ই লুমিনেন্স ডিপ মসটুরোজিং – Plum E Luminence Deep Moisturizing.
  • বেল্লা ভিটা পাপায়াব্লেম এনটি ব্লেমিস – Bella Vita Papayablem Anti Blemish.
  • লাকমি এবসুলেট পারফেক্ট রেসিডেন্স – Lakme Absolute Perfect Residence.
  • গারনিয়ার লাইট কমপ্লিট – Garnier Light Complete.
  • লোটুস হারবাল হোয়াইট গ্লো – Lotus Herbals White Glow.

ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কিত সতর্কতা

বর্তমানে ফর্সা হওয়ার ক্রিম এর নামে বেশ কিছু অসাধু চক্র নকল ক্রিম বিক্রি করে প্রতারণা করছে। যা ব্যবহারে আপনার ত্বকের নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি উপরে যে ফর্সা হওয়ার ১০ টি ক্রিমের নাম উল্লেখ করলাম সেগুলো মূলত বিদেশি ক্রিম।

যা এখন পর্যন্ত বাংলাদেশে স্টকে নেই। অতএব এই ফর্সা হওয়ার ক্রিম ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

নিজের রূপচর্চা করে সৌন্দর্য বৃদ্ধি করতে নারীরা বেশ পটু। তবে তাদের সর্বকালের সেরা পছন্দ হলো ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে ফর্সা হওয়া। তাই বর্তমানে অধিকাংশ নারীরাই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে নিজের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সহ ফর্সা হচ্ছে। তবে জেনে রাখা ভালো যে বাজারের সকল ক্রিমই কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। কিছু কিছু ক্রিম আছে যা তুলনামূলক ক্ষতিকর কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় যা ত্বকের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর।

তাই আজকের পোস্টটিতে আলোচনা করবো ১০ টি স্থায়ীভাবে ফর্সা হওয়ার উপযোগী ক্রিম সম্পর্কে যা আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ও ত্বককে ফর্সা করবে। তবে ক্রিমগুলো ক্রয় করা পূর্বে অনলাইন থেকে ভালোভাবে মুল্য জেনে নিবেন কারণ ক্রিম এর মূল্য সবসময় উঠানামা করে। প্রয়োজনে আপনার নিকটস্থ বিশ্বস্ত দোকান বা শপ থেকে নিতে পারেন। অবশ্যই মনে রাখবেন এগুলো ব্যবহারের পূর্বে ত্বকের পরীক্ষা করে নিতে হবে যেন কোন প্রকার ক্ষতির সম্ভাবনা না থাকে।

1. Wow Fairness Cream

এই ক্রিমটি মূলত ভারতের একটি স্বনামধন্য কোম্পানির প্রোডাক্ট। কোম্পানির নিজস্ব ভাষ্যমতে জানা যায় এই Wow Fairness Cream টিতে কোন প্রকার সিলিকনস, সালফেটস, ও প্যারাবেন্স এর মত ক্ষতিকর উপাদান নেই।

Wow Fairness Cream কার্যকারিতা

  • ত্বক স্মুথ, কোমল, সুন্দর ও নমনীয় করতে সহায়তা করে থাকে।
  • ত্বকের ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব হতে সর্বদা রক্ষা করে থাকে।
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুবই উপযোগী।
  • ত্বকের ব্রণ এর দাগ সহ বিভিন্ন দাগ দূর করতে বেশ ভালো কাজ করে।

বিঃদ্রঃ Wow Fairness Cream ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে আপনার ত্বকের পরিক্ষা করে দেখে নিতে হবে এটি আপনার ত্বকের জন্য উপযোগী হবে নাকি।

2. Himalaya Herbal Clear Complexion

এই ক্রিমটি একটি হারবাল প্রোডাক্ট ক্রিম। এই হারবাল কোম্পানি ১৯৩৪ সালের শুরুর দিক থেকে ফর্সা হওয়ার নানান রকমের ক্রিম প্রস্তুত করে বাজারে ছেড়ে আসছে।

ক্রিম এর কার্যকারিতা

  • ত্বকের নানান দাগ সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে।
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সহায়ক।
  • কালো, বাদামী দাগ সহ নানান স্পট দূর করে।
  • ত্বক পরিষ্কার ও স্বচ্ছ করবে।

এই ক্রিমটি ব্যবহারের আগে ভালোভাবে ত্বকের উপযোগিতা পরিক্ষা করে নিবেন কেননা এটি একটি ডাক্তারি ক্রিম। অবশ্যই আপনাকে আসল ক্রিম ক্রয় করতে হবে।

3. OLAY White Residence

OLAY কোম্পানি মূলত এই ক্রিমটি প্রক্রিয়াজাত ও বাজারজাত করে থাকে। দক্ষিণ আফ্রিকান রসায়নবিদ Graham Olf এর দ্বারা এই কোম্পানির পরিচিতি লাভ করে। এই কোম্পানি ফর্সা হওয়া ক্রিম তৈরিতে বেশ সুনাম অর্জন করেছে।

OLAY White Residence এর কার্যকারিতা

  • এটি ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
  • কালো দাগ ও বাদামী দাগ দূর করে।
  • ব্রণ এর দাগ দূর করতে বিশেষ ভুমিকা পালন করে।
  • ত্বককে ফর্সা ও কোমল করতে বেশ উপযোগী।

4. O3+ Whitening Cream

O3Plus ইন্ডিয়ার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা ২০০৫ সালে ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়তা পায়। Whitening Cream মূলত এই কোম্পানিরই একটি প্রোডাক্ট।

কার্যকারিতা

  • সূর্য তাপ থেকে ত্বককে প্রোটেক্ট করে।
  • ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • ত্বকের সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করে।

5. St.Botanica Pure Radiance Face Cream

চুল ও ত্বকের যত্নে ব্যবহৃত নানান পণ্য সামগ্রি তৈরি করে সুনাম অর্জন করেছে সেন্ট বোটানিকা কোম্পানি। এই ক্রিমটি মূলত এই কোম্পানির একটি অন্যতম পণ্য।

কার্যকারিতা

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও ত্বককে ফর্সা করতে এই ক্রিমের তুলনা নেই।
  • এতে রয়েছে ভিটামিন- সি এবং ভিটামিন- এ যা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
  • সূর্য তাপ থেকে ত্বককে রক্ষা করে ও নানান রকমের ক্ষতিকর উপাদান থেকে ত্বককে বাঁচায়।

পরিশেষে

স্থায়ী ভাবে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। আজকের পোস্টটি থেকে আশা করছি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। আপনার যদি ফর্সা হওয়ার উপায় বা ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আর একটি কথা বলবো যে, নারীরা এমনিতেই প্রাকৃতিক ভাবে সুন্দরী হয়ে থাকে তাই আপনিও যদি সুন্দরী হন তাহলে ক্রিম ব্যবহারের প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত বিদায় নিলাম দরকারি সেবা.কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।

Dorkari Seba

সকল তথ্য লাইভ আপডেটের সাথে আমরা আছি আপনার সাথে। টেক টিপস, পড়াশোনা, লাইফ স্টাইল, সরকারি সেবা, স্বাস্থ্য টিপস এবং আরও অনেক কিছু জুড়ে আমাদের রিয়েল টাইম কভারেজ সম্পর্কে অবগত থাকুন। ২৪/৭ দিন সঠিক তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য উৎস সময় ব্লগ।

Related News

2 thoughts on “স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম ও ৭ দিনে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ২০২৪”

Leave a Comment