১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৪ সম্পর্কে আজকের এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা অনেকেই আছেন যারা ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনবেন ভাবছেন। আজকের পোস্টটি মূলত তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ১০ হাজার টাকার মধ্যে সবথেকে ভালো ফোন সম্পর্কে। ফোনের ফিচার সহ যাবতীয় বিষয়াদি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
আপনি যদি দশ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন কিনতে চান তাহলে পোস্টটি প্রথম থেকে শেষ অবধি পড়ুন। আপনার যে ফোনটার ফিচার ভালো লাগবে আপনি সেই ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
দশ হাজার টাকার মধ্যে অনেক ব্রান্ডের অনেক মোবাইল ফোন বাজারে আপনি পাবেন। কিন্তু প্রশ্ন হলো কোন মোবাইল ফোনে কেমন ফিচার কি সুবিধা রয়েছে বুঝবেন কিভাবে?
টেনশন নেই, আজকে এসকল বিষয়েই আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
Oppo A1K মোবাইল ফোন
আপনাদের যাদের বাজেট ১০ হাজার টাকার মধ্যে তারা ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন। ফোনটির ফিচার সম্পর্কে বলতে গেলে অনেক বলা যাবে। সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি।
Oppo A1K মোবাইল ফোনটি রিলিজ করা হয়েছে ২০১৯ সালের মে মাসে। ফোনটির ওজন ১৭০ গ্রাম। Oppo A1K মোবাইল ফোনটি ৯.০ ভার্সনের এন্ড্রয়েড ফোন।
এতে রয়েছে ৩২ জিবি মাইক্রো স্টোরেজ ও রেম রয়েছে ২/৩ জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ রাখা হয়েছে ৬.১” এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যাবহার করা হয়েছে।
Oppo A1K ফোনটিতে ৪০০০ এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। যা চার্জ থাকবে খুবই ভালো। সবশেষে বলা যায় ফোনটি নেওয়ার ক্ষেত্রে ভেবে দেখতে পারেন।
Oppo A3s মোবাইল ফোন
১০ হাজার টাকা বাজেটের মধ্যে Oppo A3s মোবাইল ফোনটি অনেক ভালো। এ ফোনটি রিলিজ করা হয়েছে ২০১৮ সালের জুলাই মাসে। Oppo A3s মোবাইল ফোনটির ওজন ১৬৮ গ্রাম।
Oppo A3s মোবাইল ফোনটির এন্ডয়েড ভার্সন ৮.১ এবং এতে ব্যাবহার করা হয়েছে ১৬/৩২/৬৪ জিবি স্টোরেজ। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.২” এবং ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যাবহার করা হয়েছে Oppo A3s ফোনটিতে।
Oppo A3s ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ২/৪ জিবি রেম। এফোনটিতে ৪২৩০ এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।
আইটেল ভিশন ৫ – itel Vision 5 মোবাইল ফোন
১০ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা মোবাইল এর মধ্যে itel Vision 5 মোবাইল ফোনটি অনেক ভালো। আপনি চাইলে ফোনটি নিতে পারেন। নিতে ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
itel Vision 5 মোবাইল ফোনটি রিলিজ করা হয়েছে ২০২২ সালের অক্টোবর মাসে। এ ফোনটি এন্ড্রয়েড ভার্সন ১১ করা হয়েছে। itel Vision 5 মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৬” রাখা হয়েছে।
itel Vision 5 মোবাইল ফোনটিতে ৮ মেগাপিক্সেল এর ১০৮০ পি এর ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে ৩/৪ জিবি রেম ব্যাবহার করা হয়েছে। সাথে ব্যাবহার করা হয়েছে ৫০০০ এম্পিয়ার ব্যাটারি।
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি – Infinix Smart 6 HD মোবাইল ফোন
দশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা মোবাইল এর লিস্টে Infinix Smart 6 HD অন্যতম। আপনার বাজেট দশ হাজার টাকা হলে ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Infinix Smart 6 HD মোবাইল ফোনটি ২০২২ সালের এপ্রিল ২৬ তারিখ রিলিজ করা হয়েছে। Infinix Smart 6 HD মোবাইল ফোনটি এন্ড্রয়েড ১১ ভার্সনের করা হয়েছে।
Infinix Smart 6 HD মোবাইল ফোনটির স্টোরেজ রাখা হয়েছে ৩২/৬৪ জিবি। ফোনটির ডিসপ্লে সাইজ রাখা হয়েছে ৬.৬” এবং ৮ মেগাপিক্সেল এর ১০৮০ পি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে।
Infinix Smart 6 HD মোবাইল ফোনটিতে রেম ব্যাবহার করা হয়েছে ২/৩ জিবি। আরও ব্যাবহার করা হয়েছে ৫০০০ এম্পিয়ার ব্যাটারি৷ আপনি চাইলে ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর – Samsung Galaxy A03 Core মোবাইল ফোন
আপনার বাজেট যদি দশ হাজার টাকার মধ্যে হয় তাহলে Samsung Galaxy A03 Core মোবাইল ফোনটি অনেক ভালো হবে। Samsung Galaxy ব্রান্ড সম্পর্কে আপনারা সবাই ভালো জানেন। আমাকে আর বলতে হবে না হয়তো।
Samsung Galaxy A03 Core মোবাইল ফোনটি ২০২১ সালের ডিসেম্বরের ০৬ তারিখে রিলিজ করা হয়। ফোনটির ওজন ২১১ গ্রাম। ফোনটিতে এন্ড্রয়েড ১১ ভার্সন করা হয়েছে। ফোনটির রেম ব্যাবহার করা হয়েছে ৩২ জিবি।
Samsung Galaxy A03 Core মোবাইল ফোনটিতে ৬.৫” ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে ৮ মেগাপিক্সেল এর ১০৮০ পি রেজুলেশন ব্যাবহার করা হয়েছে।
আরও ব্যাবহার করা হয়েছে ২ জিবি রম ও ৫০০০ এম্পিয়ার ব্যাটারি। সবদিক থেকে বলতে গেলে আপনি Samsung Galaxy A03 Core মোবাইল ফোনটি নিতে পারেন।
রেডমি এ১ – Redmi A1 মোবাইল ফোন
Redmi A1 মোবাইল ফোনটি রিলিজ করা হয়েছে ২০২২ সালের সেপ্টেম্বর ০৯ তারিখে। ফোনটির ওজন ১৯২ গ্রাম। মোবাইল ফোনটি এন্ড্রয়েড ভার্সন ১২ এবং স্টোরেজ রেম ব্যাবহার করা হয়েছে ৩২ জিবি।
Redmi A1 মোবাইল ফোনটি ডিসপ্লে সাইজ ৬.৫২ ইঞ্চি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ১০৮০ পি ক্যামেরা।
ফোনটিতে রেম ব্যবহার করা হয়েছে ২/৩ জিবি। ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারী। সবদিক থেকে ভালো লাগলে আপনারা ফোনটা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন।
টেকনো পপ ৬ প্রো – Tecno Pop 6 Pro মোবাইল ফোন
Tecno Pop 6 Pro ফোনটি ১০ হাজার টাকা বাজেটের মধ্যে অনেক ভালো একটি ফোন। এই ফোনটি সর্বপ্রথম রিলিজ করা হয়েছে ২০২২ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখে।
Tecno Pop 6 Pro এন্ড্রয়েড ভার্সন ১২ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে স্টোরেজ ব্যবহার করা হয়েছে ৩২ জিবি। ফন্টের ডিসপ্লের সাইজ ৬.৫৬” এবং ফোনটি ৮ মেগাপিক্সেল এর ১০৮০ পি রেজুলেশন এর ফোন।
Tecno Pop 6 Pro ফোনটিতে রম ব্যবহার করা হয়েছে দুই জিবি। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম্পিয়ার। সবদিক থেকে আপনাদের পছন্দ হলে ফোনটি আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন।
রিয়েলমি সি১১ – Realme C11 মোবাইল ফোন
Realme C11 ফোনটি বর্তমানে বাজারের জনপ্রিয় একটি ফোন। এই ফোনটি প্রথম রিলিজ হয়েছে ২০২০ সালের জুলাই ০৭ তারিখে। ফোনটির ভার্সন এন্ড্রয়েড ১০।
Realme C11 ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি। ফোনটি ১৩ মেগাপিক্সেল ছবি সাথে ১০৮০ পি রেজুলেশন এ ছবি তুলতে সক্ষম।
ফোনটিতে রেম ব্যাবহার করা হয়েছে ২/৩ জিবি। ফোনটির ব্যাটারি এম্পিয়ার হলো ৫০০০। সবদিক থেকে ফোনটি ভালো লাগলে আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন।
ভিভো ওয়াই ১এস – Vivo Y1s মোবাইল ফোন
Vivo Y1s ফোনটি বর্তমানে বাজারে বহূল আলোচিত একটি ফোন। ফোনটি রিলিজ করা হয়েছে ২০২০ সালের নভেম্বরের ২৬ তারিখে। ফোনটির ওজন ১৬১ গ্রাম। ফোনটির ভার্সন এন্ড্রয়েড ১০ ও স্টোরেজ ৩২ জিবি ব্যাবহার করা হয়েছে।
ফোনটির ডিসপ্লে সাইজ ৬.২২” করা হয়েছে। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ ১০৮০ পি রেজুলেশন ব্যাবহার করা হয়েছে।
ফোনটিতে রেম ব্যাবহার করা হয়েছে ২/৩ জিবি ও ব্যাটারি ব্যাবহার করা হয়েছে ৪০৩০ এম্পিয়ার। তো ফোনটি ভালো লাগলে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
ইলেকট্রনিক যেকোনো জিনিস পত্রের মূল্য বাড়তে বা কমতে থাকে। তো মোবাইলের দাম বাড়লে বা কমতেই পারে এটা স্বাভাবিক। দাম পরিবর্তন হওয়ার পরপরই আমরা আপডেট করে দিবো ইনশাআল্লাহ। মূল্য আপডেট না করা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পরিশেষে
আজকের আর্টিকেলে আমরা জানলাম ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৪ সম্পর্কে। প্রিয় পাঠক-পাঠিকা আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পোষ্টটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে উৎসাহিত করতে পারেন। আমাদের পরবর্তী পোষ্ট এর জন্য দয়া করে অপেক্ষা করুন এবং আমাদের নিত্য নতুন আপডেট পোষ্ট নিয়মিত পেতে ভিজিট করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।