৭০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ [আপডেট]

Written by Dorkari Seba

Updated on:

৭০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কিত আজকের এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেকেই স্মার্ট ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট কম। তাই আজকের পোস্টটি তাদের জন্য যারা সাত হাজার টাকার মধ্যে মোবাইল ফোন কিনবেন ভাবছেন।

প্রথমেই বলে রাখি আপনার বাজেট যদি সাত হাজার টাকা হয় তবে আপনি ৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। এখানে বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

তাই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আশা করি আপনার পছন্দের মোবাইল ফোনটি এই লিস্টে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

Symphony i69 | সাত হাজার টাকার মোবাইল

আপনারা অনেকেই স্মার্ট ফোন ক্রয় করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম। তাদের জন্য Symphony i69 ফোনটি অনেক ভালো হবে। Symphony i69 এর বর্তমান বাজার মূল্য ৬৯৯০৳ মাত্র।

এই ফোনটি কম বাজেটের মধ্যে সেরা হবে। আপনাদের যাদের বাজেট ৭,০০০৳ এর মত তারা ফোনটি চাইলে নিতে পারেন।

Symphony মোবাইল ব্রান্ড সম্পর্কে আমরা বাংলাদেশীরা মোটামুটি ভালোই ধারণা রাখি। এই কোম্পানির মোবাইল গুলো খুবই চমৎকার সার্ভিস দিয়ে থাকে। তবে Symphony i69 ফোনটি স্বল্প খরচে ভালো সার্ভিস দিবে ও মজবুত টেকসই হবে আশা করছি।

Symphony i69 মোবাইলটিতে রয়েছে ২ জিবি রেম ও ৩২ জিবি রম। আরও রয়েছে ডুয়েল ক্যামেরা যা একটি ৮ মেগাপিক্সেল ও অন্যটি ৫ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম।

এতে রয়েছে Quad Core Processor ও ৩,০০০ মিলি এম্পিয়ার মর্ডান ব্যাটারি। যা খুবই ভালো পারফরম্যান্স দিবে ও চার্জ টাইম দিবে ভালো।

তাই যাদের বাজেট ৭,০০০ এর মত তারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন। আপনারা পরিচিত বা যেকোন শোরুম থেকে ফোনটি নিতে পারেন। আপনার নিকটস্থ বাজারেও খোজ নিয়ে দেখতে পারেন।

Itel A48 | ৭০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

Itel A48 মোবাইলটি আইটেল কোম্পানির জোস একটি মোবাইল ফোন যা অস্থির পারফরম্যান্স দিতে সক্ষম।

আপনাদের যাদের বাজেট সাত হাজার টাকার মত তারা ফোনটি নিতে পারেন। Itel A48 ফোনটির বর্তমান বাজার মূল্য ৭৩৯০ টাকা মাত্র।

ফোনটিতে বিষেশত ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে যা ভালো পারফরম্যান্স দিবে। আরও রয়েছে Quad Core প্রসেসর যা অসাধারণ লেগেছে আমার কাছে।

যারা Itel এর মোবাইল পছন্দ করেন তারা ফোনটি নিতে পারেন। কারণ সাত হাজার টাকা বাজেটের মধ্যে ফোনটি দুর্দান্ত ফোন। চাইলে কাস্টমার রিভিউ দেখে ক্রয় করতে পারেন।

ফোনটি ক্রয় করার পূর্বে অবশ্যই বর্তমান বাজার মূল্য সহ ফোনের পুরো ডিটেইলস দেখে নিবেন। প্রয়োজনে একজন পরিচিত জানা লোককে সঙ্গে নিতে পারেন।

Infinix HD | ৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

Infinix  কোম্পানি আপনার কাছে নতুন মনে হলেও এদের প্রোডাক্ট গুলো অস্থির লেভেলের সুন্দর ও ভালো পারফরম্যান্স দেবে। এরা বর্তমানে খুব কম দামের মধ্যে বাজারে স্মার্ট ফোন নিয়ে এসেছে।

তবে আপনার বাজেট যদি ৭০০০ টাকার মত হয় আপনি ফোনটি নিতে পারেন। ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে ও ব্যাবহার করে মজা পাবেন।

চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। Infinix HD ফোনটিতে Quad-core প্রসেসর সহ ২ জিবি রেম ও ৩২ জিবি রম রয়েছে।

আরও রয়েছে দুইটি প্রফেশনাল ক্যামেরা ও পাঁচ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি। চাইলে ফোনটি নিতে পারেন। সবমিলিয়ে বেশ ভালো পারফরম্যান্স এর একটা ফোন।

Walton primo GH9 | ৭ হাজার টাকার মধ্যে মোবাইল

আপনি হয়তো ব্রান্ড নাম শুনেই পোস্টটি স্কিপ করতে চাচ্ছেন। আর ভাবছেন কিহ Walton কোন মোবাইল ফোন হলো? হ্যা আপনাকে বলছি, বর্তমানে Walton টিভি, ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট এর ক্ষেত্রে সেরা বাংলাদেশি প্রতিষ্ঠান।

তেমনি Walton মোবাইল ফোনের ক্ষেত্রেও ভালো সার্ভিস দিচ্ছে। চলুন জেনে নিই বিস্তারিত। Walton primo GH9 ফোনটিতে Quad-core 1.3 প্রসেসর রয়েছে সাথে ৩৩ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে ফোনটিতে।

Walton primo GH9 ফোনটির ২ জিবি রেম ও ১৬ জিবি রম ব্যাবহার করা হয়েছে। যা বাজারমূল্য ৭০০০৳ এর মত নির্ধারণ করা হয়েছে। আপনি বাজেট কম হলে ফোনটি আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন।

Symphony i80 | ৭০০০ টাকার মধ্যে মোবাইল

Symphony মোবাইল ফোন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পূর্বে বেশ বলেছি আর আপনারাও এই ব্রান্ড সম্পর্কে বিস্তারিত ভালোই জানেন। তো চলুন Symphony i80 মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Symphony i80 মোবাইল ফোনটিতে রয়েছে Quad-core 2.0 প্রসেসর। যা ফোনটির ফিচার ও পারফরম্যান্স হাই কোয়ালিটি করে তুলেছে।

Symphony i80 ফোনটিতে ২ জিবি রেম ও ৩২ জিবি রম ব্যাবহার করা হয়েছে। সাথে তিনটি ক্যামেরা ফিচার রয়েছে Symphony i80 মোবাইল ফোনটিতে।

Symphony i80 মোবাইল ফোনটিতে ৩৪৫০ মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে যা পারফরম্যান্স এর ক্ষেত্রে অসাধারণ।

Symphony i32 | 7000 হাজার টাকার মোবাইল

Symphony i32 মোবাইল ফোনটিতে রয়েছে Quad-core 1.3 প্রসেসর যা ভালো পারফরম্যান্স দিবে। ১ জিবি রেম ও ১৬ জিবির রম সহ ফোনটি অসাধারণ লেগেছে আমার কাছে।

Symphony i32 ফোনটিতে তিনটি ক্যামেরা ফিচার রয়েছে সাথে ৪ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি সহ ফোনটি অসাধারণ লেগেছে আমার কাছে।

Symphony i32 মোবাইল ফোনটির বতর্মান বাজার মূল্য নির্ধারিত হয়েছে ৫৯৯৯৳ মাত্র। তো বুঝতেই পারছেন লো বাজেটের মধ্যে এমন ফোন অসাধারণই বটে।

Realme C20A | ৭ হাজার টাকার মধ্যে মোবাইল

Realme মোবাইল ফোন বাংলাদেশের একটি নাম করা ব্রান্ড এটা আপনার সবাই জানেন। Realme C20A মোবাইল ফোনটি অল্প বাজেটের মধ্যে সুপার বেস্ট হবে আশা করি।

Realme C20A ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ৫ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি। আরও রয়েছে Quad-core প্রসেসর যা ভালো পারফরম্যান্স দিবে আশা করছি।

Realme C20A ফোনটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯৯৳ মাত্র। তো আশা করছি ফোনটি ক্রয় করে ঠকবেন না আপনারা। চাইলে Realme C20A মোবাইল ফোনটি নিতে পারেন।

Walton primo HM6 | কম টাকায় ভালো ফোন

Walton primo HM6 মোবাইল ফোনটি বর্তমানে বেশ জনপ্রিয়। এতে ব্যাবহার করা হয়েছে Quad-core প্রসেসর। ২ জিবি রেম সহ ৩২ জিবি রম রয়েছে Walton primo HM6 মোবাইল ফোনটিতে।

Walton primo HM6 মোবাইল ফোনটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫৯৯৳ মাত্র। তাই ফোনটি আপনার বাজেটের মধ্যে হলে নিতে পারেন।

Symphony i69 | কম দামে ভালো মোবাইল

Symphony i69 মোবাইল ফোনটি অল্প বাজেটের মধ্যে সেরা মোবাইল ফোন। এতে রয়েছে Quad-core প্রসেসর সহ ২ জিবি রেম ও ৩২ জিবি রম।

Symphony i69 মোবাইল ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা যা ৫ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম। এর ব্যাটারি ৩৫০০ মিলি এম্পিয়ার করা হয়েছে।

Samsung Galaxy A2 Core | ৭০০০ টাকায় ভালো ফোন

Samsung Galaxy ব্রান্ডের নাম শুনলেই মনে হয় বুকের মধ্যে অনুভূতিটা জাগতে শুরু করে। আসলে এখন পর্যন্ত এ ব্রান্ডের ফোনের উপর কোন ব্রান্ডের মোবাইল ফোন যেতে পারেনি।

৭০০০ টাকার মধ্যে Samsung Galaxy A2 Core মোবাইল ফোনটি সুপার হবে। আপনার বাজেটের মধ্যে হলে নিতে পারেন ফোনটি।

Samsung Galaxy A2 Core মোবাইল ফোনটিতে রয়েছে Quad-core প্রসেসর সহ ১ জিবি রেম ও ১৬ জিবি রম যা খুবই দুর্দান্ত।

itel A23 Pro | ৭০০০ টাকার ফোন

itel A23 Pro মোবাইল ফোনটিতে ব্যাবহার করা হয়েছে ১ জিবি রেম ও ৮ জিবি রম সাথে Quad-core প্রসেসর।

itel A23 Pro মোবাইল ফোনটির বর্তমান বাজার মূল্য ৫২৯০৳ মাত্র। আপনার বাজেটের মধ্যে হলে নিতে পারেন ফোনটি।

Walton Promo F10 | কম দামে সেরা ফোন

Walton Promo F10 মোবাইল ফোনটির বর্তমান বাজার মূল্য ৫৭৯৯৳ নির্ধারণ করা হয়েছে। আপনি চাইলে Walton Promo F10 মোবাইল ফোনটি নিতে পারবেন। আপনার বাজেটের মধ্যে মোটামুটি ভালোই হবে আশা করি।

৭০০০ টাকার মোবাইল itel a26

itel a26 মোবাইল ফোনটিতে রয়েছে Quad-core প্রসেসর সহ ২ জিবি রেম ও ৩২ জিবি রম। itel a26 মোবাইল ফোনটির বর্তমান বাজার মূল্য ৭০০০৳ টাকার মত।

আপনার বাজেটের মধ্যে মোটামুটি ভালোই হবে আশা করি। চাইলে itel a26 মোবাইল ফোনটি নিতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ

যেহেতু ইলেকট্রনিক জিনিস পত্রের দাম দৈনিক কমে বাড়ে সেহেতু মোবাইল ফোনের মূল্য বাড়তে বা কমতে পারে। সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে সকল আপডেট তথ্য জেনে নিবেন।

ফোনের মূল্য সংক্রান্ত আপডেট আসলে আমরা পোস্ট আপডেট করে দিবো ইনশাআল্লাহ। আপডেট করা না হলে দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরিশেষে

আজকের আর্টিকেলে আমরা জানলাম সাত হাজার টাকায় মোবাইল বাংলাদেশ, ৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪ সম্পর্কে। আশা করছি এই পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে ও উপকারে এসেছে। তো আমাদের আপডেট পেতে দৈনিক নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Dorkari Seba

সকল তথ্য লাইভ আপডেটের সাথে আমরা আছি আপনার সাথে। টেক টিপস, পড়াশোনা, লাইফ স্টাইল, সরকারি সেবা, স্বাস্থ্য টিপস এবং আরও অনেক কিছু জুড়ে আমাদের রিয়েল টাইম কভারেজ সম্পর্কে অবগত থাকুন। ২৪/৭ দিন সঠিক তথ্যের জন্য আপনার নির্ভরযোগ্য উৎস সময় ব্লগ।

Related News

Leave a Comment